ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রলির হেলপার নিহত

রংপুর: রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান (৩০) নামের এক ট্রলির হেলপার নিহত হয়েছেন।

আখতারুজ্জামান উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) রাজারামপুর কাজিরহাট এলাকার আজিত মিয়ার ছেলে। তিনি ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন।

বুধবার (১৩ জুন) সকালে উপজেলার কালুপাড়া ইউপির শংকরপুর হরিবোল্লাপাড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রলি বদরগঞ্জ হতে নাগেরহাট যাওয়ার পথে হরিবোল্লাপাড়া নামক স্থানে অটোবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আখতারুজ্জামান ট্রলি হতে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।