ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় আইনজীবীসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ১২, ২০১৮
নেত্রকোনায় আইনজীবীসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি নয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ জুন) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  

আটকেরা হলেন- শহরের নাগড়া এলাকার মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে আইনজীবী রনি বিশ্বাস (৪০), বারহাট্টা রুটের মৃত কিতাব আলীর ছেলে কামাল আহম্মেদ মানিক (৪৫), নাজমুলের ছেলে একান্ত (২০), মৃত রোমালা সরকারের ছেলে রাকেশ সরকার (৩৫), পুকুরিয়া এলাকার মৃত উপেন্দ্র রায়ের ছেলে জীবন (৪২), চকপাড়া এলাকার মৃত দিনগন্ধয়ের ছেলে নয়ন (৩০), সদরের আগুনহাটি গ্রামের মো. আবু ছায়েদ নূরীর ছেলে মো. হালিম শেখ (২৩), আটপাড়া উপজেলার মৃত ধ্বনি সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৮) ও তেলিগাতি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লিটন (৩৫)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, গ্রেফতারদের প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ২৫৭ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফের মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, জুন, ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।