ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে সোয়াইন ফুর টিকা নিয়ে অসুস্থ শতাধিক

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বেনাপোল : সোয়াইন ফুর টিকা নিয়ে যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলায় কয়েক শ’ সাধারণ মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকরা বলেছেন, ভয়ের কিছু নেই।



জানা গেছে, বুধবার এ দুই উপজেলায় সোয়াইন ফুর টিকা দেওয়া শুরু হলে শহর ও গ্রামের শত শত সাধারণ মানুষ টিকা গ্রহণ করে। কিন্তু টিকা নেওয়ার পর পরই বেশির ভাগ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অনেকের শরীরে জ্বরও দেখা দিয়েছে।

বেনাপোলের ব্যবসায়ী আশরাফুল আলম লিটন জানান, তার ও পরিবারের সবাই টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে।

ভবারবেড় গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, টিকা দিয়ে তার প্রচণ্ড জ্বর ও গায়ে ব্যাথা হয়েছে। তিনি ভয় পেয়ে যশোরে চিকিৎসক দেখিয়েছেন।

ঝিকরঘাছার কীর্তিপুর গ্রামের ইমরান হোসেন বলেন, তার ৭ বছরের কন্যা সন্তান টিকা নেওয়ার পর থেকে অসুস্থ।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন জানান, টিকা দিলে দু’একজনের সামান্য জ্বর আসতে পারে। তবে ভয়ের কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।