ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে দীঘিনালায় ২ জন নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ১২, ২০১৮
বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে দীঘিনালায় ২ জন নিখোঁজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার হাসিনসনপুর  এলাকায় আটকে পড়া বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকাসহ ২ জন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজরা হলেন- অনুপম চাকমা (৩৫) ও ছিগা চাকমা (৩৪)। মঙ্গলবার (১২ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


 
জানা গেছে, হাসিনসনপুরের খালকুলপাড়া এলাকায় পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় আটকে পড়েছিলেন বেশ কয়েকটি পরিবারের লোকজন। তাদের উদ্ধারের জন্য দীঘিনালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সুসময় চাকমাসহ কয়েকজন উদ্ধারকারী ইঞ্জিনচালিত  একটি নৌকা নিয়ে যাচ্ছিলেন। এসময় মাইনী নদীর প্রবল স্রোতে  নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা ভাইস চেয়ারম্যানসহ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ হন।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন  ভূইয়া এতথ্য নিশ্চিত করেছেন।  
 উল্লেখ্য যে, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি ও দীঘিনালায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

 বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ১২ জুন, ২০১৮
এডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।