ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যৌন হয়রানি বন্ধে রাজশাহীতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
যৌন হয়রানি বন্ধে রাজশাহীতে মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে শিশুর প্রতি যৌন হয়রানি বন্ধে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে মানববন্ধনে চাইল্ডস ডিফেন্ডারস ফোরাম এবং কমিউনটি ওয়াচ গ্রুপের সদস্যরা অংশ নেন।

এ সময় চাইল্ডস ডিফেন্ডারস ফোরামের সদস্যরা ‘শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে’ বিভিন্ন স্লোগান দেন।

পরে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সরকার ও প্রশাসনের কাছে শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন হয়রানি বন্ধের জন্য তাদের দাবিসমূহ উপস্থাপন করেন। বক্তারা শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে প্রশাসনকে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ ও শিশু সংশ্লিষ্ট আইনসমূহের যথাযথ প্রয়োগের আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন- এসিডির প্রোগ্রাম অফিসার হাফিজ উদ্দিন পিন্টু, প্রকল্প সমন্বয়কারী মো. মেরাজ উদ্দীন তালুকদার, প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন, প্রোগ্রাম ম্যানেজার আলী হোসেন ও চাইল্ডস ডিফেন্ডারস ফোরামের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।