ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, ছুটছে ঘরমুখো মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, ছুটছে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে মানুষজন/ছবি: বাংলানিউজ

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের মতো সোমবার (১১ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনের প্রথম ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের  মাধ্যমে ঈদ যাত্রার চলাচল শুরু হয়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে ৬৩টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩০টি আন্ত:নগর, ট্রেন বাকিগুলো মেইল ও ঈদ স্পেশাল।

আবির হোসেন নামের এক যাত্রী বলেন, অনেক সংগ্রামের পর ট্রেনের টিকেট পেয়েছি, ভাবছিলাম হয়তো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে। তবে সব শঙ্কা দূর হয়েছে, সঠিক সময়েই খুলনার উদ্দেশে ছেড়ে যাচ্ছি।
 
হাসিব নামে অপর এক যাত্রী বলেন, প্রতিবারই ট্রেন দেরিতে স্টেশন ছাড়ে। এবার ব্যতিক্রম দখছি। ট্রেনের সার্ভিস এভাবে ভালো হলে ট্রেনই সবার একমাত্র বাহন হবে।

এ প্রদিবেদন লেখা পর্যন্ত (সকাল ৭টা ১৫ মিনিট) আরও ৪টি ট্রেন ছাড়ার অপেক্ষা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।