ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিটিসিএলের দ্রুততম ইন্টারনেট আগামী বছর: টেলিযোগাযোগ মন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
বিটিসিএলের দ্রুততম ইন্টারনেট আগামী বছর: টেলিযোগাযোগ মন্ত্রী

নরসিংদী: বিটিসিএলের দ্রুততম ইন্টারনেট আগামী বছর চালু হবে। এতে ইন্টারনেটের পাশাপাশি স্যাটেলাইট টেলিভিশনও দেখা যাবে।



শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধনের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, ‘বিটিসিএল বিগত সরকারের চেয়ে এবার সাড়ে সাত কোটি টাকা লাভ করেছে। ভবিষ্যতে লাভের পরিমাণ আরও বাড়বে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, এডিসি মোমেনা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।