ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মাদকবিরোধী যুদ্ধে পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ৯, ২০১৮
‘মাদকবিরোধী যুদ্ধে পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে’ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবশ্যই চালিয়ে যেতে হবে। এই যুদ্ধ থেকে পিছু হটলে দেশ পিছিয়ে যাবে, সবকিছু ছাড়খাড় হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল।

শনিবার (০৯ জুন) সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘মাদকবিরোধী অভিযান ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মোহিত কামাল বলেন, মাদকবিরোধী অভিযানের আগে আমাদের চিহ্নিত করতে হবে এর উৎস।

একইসঙ্গে নতুন করে যেন কোন সন্তান মাদকে জড়িয়ে না পরে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।  

শিক্ষা ব্যবস্থায় মাদকের খারাপ দিকগুলো সন্নিবেশ করার তাগিদ দেন এ মনোরোগ বিশেষজ্ঞ।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব নাসির উদ্দিন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ডা. অরূপ রতন চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. জিনাত হুদা, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায়, অভিনেতা জায়েদ খান প্রমুখ।

বছরে মাদকের পেছনে ব্যয় ৬০ হাজার কোটি টাকা

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।