ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ৩ চাঁদাবাজকে গণপিটুনি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের চাঁন্দগাও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে চাঁদা আদায়ের সময় শনিবার সকালে তিন চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এর মধ্যে ইসলাম প্রকাশ (২৪) নামে এক ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সুমন নামে এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে গেলে স্থানীয় মানুষ হারুন (২৫), আইয়ুব (২৩) ও ইসলাম প্রকাশকে (২৪) গণপিটুনি দেয়।

চাঁন্দগাও থানার ওসি মোহাম্মদ জহিরুল আনোয়ার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গ্রেপ্তকৃতরা ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।   এদের মধ্যে প্রকাশ ওয়ারেন্টভুক্ত আসামি।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী সুমন চাঁন্দগাও থানায় ছিনতাই ও চাঁদাবাজির মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।