ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ৬০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জুন ৮, ২০১৮
ওসমানী বিমানবন্দরে ৬০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি স্বর্ণের বারসহ মো. ইকবাল হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। 

শুক্রবার (৮ জুন) সকাল ১০টায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

আটক ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওমান থেকে সিলেট হয়ে ঢাকা যাওয়া ফ্লাইটের ভেতরে ৩৭/জে সিটের নিচে স্বর্ণগুলো রাখতে দেখে বিমানের ক্রুরা। পরে তারা বিষয়টি অবহিত করলে শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো জব্দ করে।

জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম বলেও জানান সিভিল এভিয়েশনের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।