ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টায় উপজেলার প্রেমতলায় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন হাবিবুর রহমান নামে (৩৫) এক ব্যক্তি।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, ‘আশুগঞ্জ থেকে তালশহরগামী ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন হাবিবুর। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। ’

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, উপজেলার বড়তল্লায় চলতি ট্রেন থেকে পড়ে নিহত হয়েছেন শরিফুল ইসলাম (২০) নামে এক যুবক। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মকন্দপুর গ্রামে।
 
আশুগঞ্জ রেলস্টেশন মাস্টার আব্দুল্লাহ ফারুক জানান, ‘শনিবার সকাল ১০টার দিকে আখাউড়া থেকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা শরিফুল ইসলাম পা ফসকে বড়তল্লা এলাকায় পড়ে গেলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। ’

আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতলে পাঠিয়েছে।


বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।