ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় জলদস্যুর হামলায় ১০ জেলে আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

ভোলা: ভোলার মেঘনার কান্দির খেও নামক স্থানে শনিবার ভোরে জেলেদের ওপর জলদস্যুরা হামলা চালিয়েছে। জলদস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে ১০ জেলে আহত হয়েছেন।



দৌলতখানে পাতারখাল এলাকার মাছ ঘাট ব্যবসায়ী মো. আকবর মিয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, শনিবার ভোরে মেঘনার কান্দিরখেও নামক এলাকায় জেলো মাছ ধরছিলেন। এ সময় একদল জলদস্যু তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রতিরোধ করতে জলদস্যুরা জেলেদের ওপর হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এসময় জলদস্যুদের অস্ত্রের আঘাতে ১০ জেলে আহত হন।

আহতদের মধ্যে অহিদ মাঝি (২৫), মফিজ (২৩), ইউসুফ (৩০), আব্দুর রহমানকে (৩৫) দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতখান থানার ওসি ফোরকান আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এব্যাপারে থানায় অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।