ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ৩, ২০১৮
বরিশালে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভেজালবিরোধী অভিযান, ছবি: বাংলানিউজ

বরিশাল: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় বরিশালে সাত প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (০৩ জুন) দুপুরে বরিশালের গৌরনদী ‍উপজেলার বিভিন্ন বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও মো. শাহ্ শোয়াইব মিয়া নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৩৮/৪২/৪৩ ধারা মোতাবেক গৌরনদী বন্দরের মেসার্স সমবায় ফুড প্রোডাক্টস্, মোসার্স সুলভ এন্টার প্রাইজ, মোসার্স ঘোষ মিষ্টান্ন ভান্ডার, মেসার্স মন্ডল স্টোর, মেসার্স রেশমা হোটেল, মেসার্স ইব্রাহিম স্টোর ও মেসার্স শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার ও বাহিনীর অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।