ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনী পুলিশ বিভাগের উদ্যোগে ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ৩, ২০১৮
ফেনী পুলিশ বিভাগের উদ্যোগে ইফতার বিতরণ ইফতার বিতরণকালে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনী পুলিশ বিভাগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় প্রায় চার হাজার যাত্রীদের ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার (৩ জুন) বিকেলে পুলিশ এবং ফেনীর বিশিষ্ট জনেরা মহাসড়কে গাড়ি থামিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন।  

এছাড়া মহাসড়কের ওই স্থানে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।

এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ফেনী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে  ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা ও দায়রা জজ আমির উল হক, চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ