ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ৩, ২০১৮
চুনারুঘাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে মুখরোচক খাবার

হবিগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে রাসায়নিক ব্যবহারের অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

রোববার (৩ জুন) বিকেলে উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

সহকারী পরিচালক বাংলানিউজকে বলেন, অভিযানে ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রির অপরাধে নিউ মহাদেব রেস্টুরেন্টকে পাঁচ হাজার, শ্রী দূর্গা মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার, সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার ও খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্টকে সাত হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সহয়তায় ছিলেন উপজেলা ক্যাব, স্যানিটারি ইন্সপেক্টর ও এসআই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad