ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে দিলখোশ রেস্টুরেন্টেকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ৩, ২০১৮
সিলেটে দিলখোশ রেস্টুরেন্টেকে জরিমানা অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া। ছবি:বাংলানিউজ

সিলেট: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সিলেট নগরের বন্দরবাজারে অবস্থিত দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া ও এরশাদ মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।  

ম্যাজিস্ট্রেট উন্মে সালিক রুমাইয়া বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দিলখোশ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও অন্য একটি প্রতিষ্ঠানকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।