ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুন ৩, ২০১৮
কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে সাহাবুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর অসুস্থ হয়েছে সজিব (১৮) নামে অপর এক শ্রমিক। 

রোববার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত সাহাবুল ইসলাম মানিকদিয়াড় কবরস্থান পাড়ার কিসমত আলীর ছেলে।

এবং আহত সজিব গুপিনাথপুর গ্রামের লাল মহম্মদের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, খানপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংকটি পরিস্কার করতে নামে শ্রমিক সাহাবুল ইসলাম। ট্যাংকটিতে নেমেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি। তাকে বাঁচাতে গিয়ে সজিবের অবস্থাও খারাপ হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।