ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গা তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ৩, ২০১৮
বুড়িগঙ্গা তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বুড়িগঙ্গা তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা তীরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। 

রোববার (৩ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কালিগঞ্জ এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।  

অভিযানে ছোট বড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তি।  

এসময় তাকে সহযোগিতা করেন বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, উপ পরিচালক এ কে এম কায়সারুল ইসলাম, সহকারী পরিচালক নূর হোসেন ও সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ