ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে পরিবারের ৯ সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ৩, ২০১৮
লালমনিরহাটে পরিবারের ৯ সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুট

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একই পরিবারের নয় সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।  

অচেতনরা হলেন ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী আর্জিনা বেগম (৪০), মেয়ে শিউলী বেগম (১৬), ছেলে আরিফ হোসেন (১২), বৃদ্ধা মা কাছালি বেগম (৮০), শ্বশুর গফুর মিয়া (৭০), শ্বাশুড়ি রেজিয়া খাতুন (৬০), প্রতিবেশী আব্দুর রহমানের স্ত্রী ছামছুন্নাহার বেগম (৪০), ছেলে ফাহিনুর (১৩) ও ফারুক (১০)।

ইউপি সদস্য আতাউরজ্জামান রঞ্জু বাংলানিউজকে জানান, পরিবার পরিজন নিয়ে তারা গ্রামে ঈদ পালন করতে গ্রামের বাড়িতে আসেন। শনিবার ইফতারির পূর্বে অপরিচিত এক ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে ইফতারি করেন। এ সময় ওই ব্যক্তি কিছু ইফতারির খাবার নিয়ে আসেন এবং সেই খাবার বাড়ির সবাইকে সঙ্গে নিয়ে খান। এরপর সবাই ঘুমে অচেতন হয়ে পড়েন। রাতে ওই বাড়ির অপর সদস্য ফিরে সবাইকে অচেতন দেখে তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।  

তিনি আরও জানান, ওই বাড়ির সবকিছু এলোমেলো ও অগোছালোভাবে পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে বাড়ির সব মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। তবে বাড়ির গৃহীনি অচেতন থাকায় খোয়া যাওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ইফতারের খাবারে কোনো ভেজাল থাকায় এমনটি হতে পারে। ওই বাড়ির কোন কিছু খোয়া যায়নি বলেও দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।