ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে আটকের পর আতঙ্কে মাদকসেবীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুন ৩, ২০১৮
পঞ্চগড়ে আটকের পর আতঙ্কে মাদকসেবীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার পর আতঙ্কে কাজল শেখ মাজু (৪২) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে। কাজল শেখ সদর উপজেলার নিউমার্কেট এলাকার মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, কাজল শেখ মাজু দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। শনিবার রাতে এক পুরিয়া গাঁজাসহ জেলা শহরের বানিয়াপট্টি এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার প্রস্তুতি নেয়ার সময় মাজু বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ মিনিট পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউকে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই মাদকসেবীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুন ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।