ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে গাড়ির শোরুমে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০
চট্টগ্রামে গাড়ির শোরুমে আগুন

চট্টগ্রাম: চট্টগ্রামের মুরাদপুরের সিডিএ অ্যাভিনিউ এলাকায় একটি গাড়ির শোরুমে আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার ভোর পাঁচটার দিকে মোহাম্মদ আলী চৌধুরীর মালিকানাধীন চিটাগাং কার হাউস নামে গাড়ির শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

  এতে শোরুমের দুটি গাড়ি পুড়ে যায়।
 
ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ বিভূতী ভূষণ শীল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আগুন লাগার সময় শোরুমে কেউ ছিলনা।   পাশ্ববর্তী  ভবনের বাসিন্দা মো. সোহেল শোরুমে আগুনের ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।