ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ৪৬০ বস্তা ভেজাল সার উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

নাটোর: নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে শুক্রবার রাতে ৪৬০ বস্তা ভেজাল সার উদ্ধার করেছে র‌্যাব।
 
র‌্যাব-৫ (রাজশাহী) এর উপ-অধিনায়ক মেজর আনোয়ার আলী বাংলানিউটোয়েন্টিফোর.কমকে জানান, ভারত থেকে চোরাইপথে নিম্ন মানের এমওপি সার এনে ইটের গুড়া, লবণ, বালি ও রঙ মিশিয়ে দেশীয় সারের বস্তায় ভরে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান শুরু চালিয়ে এসব উদ্ধার করে।

অভিযানে থাকা লেফটেন্যান্ট নূর ইসলাম বলেন, ‘রামকৃষ্ণপুর এলাকার আতাউর মিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে ওই ৪৬০ বস্তা সার উদ্ধার করা হয়। অবশ্য র‌্যাব সদস্যদের উপস্থিতিতি টের পেয়ে ভেজালকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ’
 
উদ্ধার করা সার লালপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় বাড়ির মালিক আতাউর মিস্ত্রিকে আসামি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।