ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসির অভিযানে ভাঙা পড়লো বাড়ির সিঁড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
ডিএনসিসির অভিযানে ভাঙা পড়লো বাড়ির সিঁড়ি ডিএনসিসি'র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা: অবৈধ স্থাপনার বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিয়মিত অভিযানে বিভিন্ন এলাকার বাড়ির সিঁড়ি, সীমানা প্রাচীর, কোথাও কোথাও বাড়ির অংশবিশেষ ভাঙা পড়ছে। 

মঙ্গলবার (২৯ মে) রাজধানীর খিলক্ষেত এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে ২০টি সীমানা প্রাচীর, ১৫০টি স্থায়ী স্থাপনায় অবৈধভাবে নির্মিত বর্ধিত শেড, সিঁড়ি, দেয়াল ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এসময় ৫০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।  

খিলক্ষেত মান্নান প্লাজা-নামাপাড়া-লেকসিটি কনকর্ড-ভুলুয়া ব্রিজ এলাকায় রাস্তা, ড্রেন, ফুটপাতের উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।