ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খুলনায় সেলাই মেশিন বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৮
খুলনায় সেলাই মেশিন বিতরণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় অসহায় ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে খুলনা জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এ মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিম উদ্দিন ।

এ সময় প্রধান অতিথি বলেন, নারীরা সমাজের বোঝা নয় বরং তারা দেশের উন্নয়নের নিরব কারিগর। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজকের দিন পর্যন্ত নারীরা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন অপকৌশলে দীর্ঘদিন আমাদের দেশের নারীদের দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আমাদের দেশ সেই জায়গা থেকে আজ অনেক মুক্ত। আর সেটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি আযমখান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কালিপদ মজুমদার, বিএমএ খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ জবা, জেলা সৈনিকলীগের সভাপতি এসএম ফরিদ রানা, জেলা পরিষদের সচিব মো. শামীম হাসান, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।