ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনবাগে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সেনবাগে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৩

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রোহান (১২) নামে একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৮ মে) বিকেল থেকে মঙ্গলবার (২৯ মে) সকাল পর্যন্ত পৌরসভার কাদরা, সরকারি হাসপাতাল চত্বর, অষ্টদ্রোন ও কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর ১৩ জনকে কামড়ে জখম করে।

স্থানীয়রা জানায়, পৌর শহরে একটি পাগলা কুকুর রাস্তায় চলাচলকারী পথচারীদের ধাওয়া করে কামড়াতে থাকে।

কুকুরটি কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে তিন থেকে চারটি করে কামড় দিয়ে মাংস তুলে নেয়।

আহতদের মধ্যে সেনবাগ বাজারের আজিম ম্যানশনের জিএস রিপনের ছেলে রোহানকে রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অন্য ১১ জনকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিক উল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।