ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সুন্দরবন থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র

বাগেরহাট:  সুন্দরবন থেকে দেশীয় দু’টি একনলা বন্দুক উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৯ মে) সকালে সুন্দরবনের মিরগামারি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মিরগামারি খালে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দস্যুরা।

পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad