ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
নাগেশ্বরীতে ভেজালবিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে

সোমবার (২৮ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

বাজার মনিটরিংকালে জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন ও নাগেশ্বরী উপজেলা স্যানিটারি অফিসার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও নাগেশ্বরী থানা পুলিশের একটি দল অংশ নেয়।

কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নাগেশ্বরী উপজেলার বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অভিযোগে সারদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, মেয়াদ-উৎপাদনের তারিখ ও খুচরা মূল্য না থাকায় চম্পা স্টোরকে পাঁচ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় ভাই ভাই হোটেল ও প্রিয়াঙ্কা সুইটসকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এফইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।