ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে প্রধান শিক্ষকসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে প্রধান শিক্ষকসহ আটক ৫ প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৮ মে) দুপুরে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও হারেঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল ইসলাম (৪০), দ্বীপেশ্বর গ্রামের আবদুস ছাত্তার কাঞ্চন (৪৫), জসিম উদ্দিনের ছেলে মো. নয়ন মিয়া (২৩) ও রহিত উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (২২) এবং কাওনা এলাকার মতিউর রহমানের ছেলে বজলুর রহমান ওরফে বজলু ভান্ডারী (৩০)।

এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের মামলা রয়েছে। এছাড়া তারা সবাই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে মাদক কেনা-বেচার অভিযোগ রয়েছে।  

আটক পাঁচজনের বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদক আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।