ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরা আদালতে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮
মাগুরা আদালতে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্য

মাগুরা: সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপির বিরুদ্ধে সোমবার (২৮ মে) মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১৪ সালের ১৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বগিয়া গ্রামের বাসিন্দা এবং বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার এ আদালতে মামলাটি দায়ের করেন।

বাদি পক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল জানান, মামলাটি দায়েরের পর বিচারক আব্দুল লতিফ সিদ্দিকীকে মাগুরা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকী আদালতে হাজির হননি। মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় সোমবার সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা বসু তার বিরুদ্ধে বাদীর সাক্ষ্যগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।