ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরায় আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ২৮, ২০১৮
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরায় আটক ৫

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রোলিং টিম।

সোমবার (২৮ মে) সকালে সুন্দরনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বন্দেআলী খাল থেকে তাদের আটক করা হয়। এসময় পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন শহিদুল ইসলাম (৩৫), আ. হালিম (২০), মো. সাইফুল (২২), মো. সোবাহান (২৬) ও মো. বাদল হোসেন (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসাইন বাংলানিউজকে জানান, আটক জেলেরা সুন্দরবন বিভাগ থেকে কোনো অনুমতি না নিয়ে গোপনে অভয়ারণ্যে ঢুকে মাছ ধরছিলো। এসময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।