ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় মুড়ির মিলসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৮
নেত্রকোনায় মুড়ির মিলসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান

নেত্রকোনা: নেত্রকোনায় খাদ্যে ভেজালবিরোধী অভিযানে মুড়ির মিলসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মে) বিকেলে শহরের আখড়া মোড়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম।

সহকারী পরিচালক শাহ্ আলম বাংলানিউজকে জানান, অভিযানে আখড়া মোড়ের বাংলা মুড়ির মিলকে দুই হাজার, বাংলা মুড়ি অ্যান্ড কনফেকশনারিকে ১৩ হাজার, লিচু ব্যবসায়ীকে ৫শ’ ও চৌধুরী ফার্মেসিকে পাঁচ হাজার টাকাসহ মোট ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ ধরনের অভিযান শুধু রমজান মাস নয় বছরজুড়ে চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।