ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রানীনগরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ২৮, ২০১৮
রানীনগরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

নওগাঁ: খাস পুকুর দখল নিয়ে নওগাঁর রানীনগরে যুবলীগ নেতা আজিম উদ্দিন হত্যার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (২৮ মে) দুপুরে নিহতের বড় ভাই শহীদুল ইসলাম বাদি হয়ে রানীনগর থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সায়েমসহ এ পর্যন্ত স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার লিমন রায় বাংলানিউজকে জানান, মামলায় প্রধান অভিযুক্ত রয়েছে রানীনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন সায়েম। তার সহযোগী হিসেবে আরো ২৫ জনের নাম ও অজ্ঞাতনামা আরো কিছু আসামির কথা উল্লেখ রয়েছে এজাহারে।  

সহকারী পুলিশ সুপার লিমন রায় জানান, এখনও গুরুত্বপূর্ণ স্থান সমূহ পুলিশের নজরদারিতে রয়েছে। ঘটনা তদন্তের পর জড়িত সকলকেই আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

**রানীনগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।