ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শান্তি মিশনে নিহত রিপুলের বাড়িতে শোকের মাতম

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
শান্তি মিশনে নিহত রিপুলের বাড়িতে শোকের মাতম শান্তি মিশনে নিহত রিপুলের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

রংপুর: বছর দুয়েক হলো মনিরা বেগমের বিয়ে হয়েছে। স্বামী রিপুল মিয়া সৈনিক (টিএ) ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারি (রংপুর) কর্মরত।

ছয় মাস আগে সৈনিক রিপুল মিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর) বগুড়ার মাজিড়া সেনানিবাস বগুড়া থেকে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেন।

রোববার (২৭ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর দেখে সড়ক দুর্ঘটনায় রিপুলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন স্বজনরা।

তখন থেকেই রিপুলের বাড়িতে চলছে শোকের মাতম।

সরেজমিনে সোমবার ( ২৮ মে) সকালে রিপুলের বাড়ি মিঠাপুকুর উপজেলার কুতুবপুরে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যু সংবাদ শোনার পর বাকরূদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল হামিদ মণ্ডল ও মা মনোয়ারা বেগমসহ স্বজনরা। স্ত্রী মনিরাও নির্বাক। রিপুল মিয়া। নিহত রিপুলের ছোট ভাই রিমন হোসেন রায়হান বাংলানিউজকে জানান, বাবা আব্দুল হামিদ কৃষি কাজ করেন এবং স্থানীয় মসজিদের মোয়াজ্জিম। আট ভাই বোনের মধ্যে রিপুল হলেন সপ্তম। ২০০৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন রিপুল।

আভিযানিক দায়িত্ব পালনকালে শনিবার (২৬ মে)মধ্য আফ্রিকার ইয়ালোক নামক স্থানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এদের একজন রিপুল।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ