ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিচয় মিলেছে সাতক্ষীরায় উদ্ধারকৃত ২ মরদেহের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ২৮, ২০১৮
পরিচয় মিলেছে সাতক্ষীরায় উদ্ধারকৃত ২ মরদেহের 

সাতক্ষীরা: সাতক্ষীরায় উদ্ধার হওয়া গুলিবিদ্ধ মরদেহ দু’টির পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গির মৃত এরাদ আলী মিস্ত্রীর ছেলে ইমদাদুল হক ও সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের আজগর আলীর ছেলে খলিলুর রহমান পুটে।  

সোমবার (২৮ মে) সকালে সাতক্ষীরা পৌরসভার বাকাল আগুনপুর গ্রামের একটি মৎস্য ঘের সংলগ্ন কাঁচারাস্তা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

 

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার দাস বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয় যে- বাকাল আগুনপুর গ্রামে দু’টি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।