ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ-কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮
সাজেকে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ-কর্মী নিহত নিহত তিনজনের মরদেহ পড়ে আছে। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছে আরও একজন।

সোমবার (২৮ মে) ভোর ৫টার দিকে সাজেকের করল্যাছড়িতে ইউপিডিএফ-প্রসিত গ্রুপের আস্তানায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তিনজন হলেন- করল্যাছড়ির সুগোরচুগো চাকমা ওরফে স্মৃতি চাকমা ও একই ইউনিয়নের ঝগড়াবিল এলাকার অটল চাকমা ও সঞ্জীব চাকমা।

আহত কানন চাকমাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ইউপিডিএফ-প্রসিত গ্রুপের বাঘাইছড়ি ও সাজেক ইউনিটের পরিচালক জুয়েল চাকমা এ হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে (বর্মা গ্রুপ) দায়ী করেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বাংলানিউজকে জানান, আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮/আপডেট: ১০২৪ ঘণ্টা 
আরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।