ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৮
সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মোবাশ্বেরা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৫ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোবাশ্বেরা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের মিজানুর রহমানের মেয়ে।


 
এলাকাবাসী জানায়, দিনাজপুর থেকে মোবাশ্বেরা ইসলামবাগে তার  নানা আসাদুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যায় মোবাশ্বেরা। এসময় একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে  সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করালে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোবাশ্বেরাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের পরিবারের সদস্যরা দাফনের জন্য মরদেহ নিয়ে গ্রামের বাড়ি রানীরবন্দরে রওনা হয়েছে।

 সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফুল হক সোহেল ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।