ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রেণুসহ আটক ১৪ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বরিশালে রেণুসহ আটক ১৪ জনকে জরিমানা

বরিশাল: বরিশাল সদর উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট থেকে ১ লাখ ৮০ হাজার গলদা চিংড়ির রেণুসহ আটক ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ১৪ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৩ মে) দুপুরে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. হুমায়ুন কবির তাদের এ দণ্ড দেন।  

এর আগে, সকালে নেহালগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় রেণু পোনা ভর্তি ড্রাম ট্রলার থেকে ট্রাকে তোলার সময় স্থানীয়রা বন্দর থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে ৩৫টি ড্রাম ভর্তি রেণু পোনাসহ ১৪ জনকে আটক করে।

বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বাংলানিউজকে জানান, আটক ১৪ জনকে ২ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত রেনু পোনা অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।