ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানীতে ২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
ওসমানীতে ২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক সিভিল এভিয়েশনের সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া দুই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ মিসবাহ উদ্দিন নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।

মিসবাহ উদ্দিন গাজিপুরের কাপাসিয়া চানপুর ভাওয়াল এলাকার আব্দুল আরশাদ আকন্দের ছেলে।

বুধবার (২৩ মে) বিকেলে এফজেট-৫৯৫ ফ্লাইট যোগে দুবাই পাচারের জন্য ঢাকায় সময় মুদ্রার চালানসহ তাকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দর সিভিল এভিয়েশনের নিরাপত্তা পরিদর্শক নির্মল দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক যাত্রীর কাছ থেকে কুয়েত, ওসমান, আমিরাত, সৌদি আরর ও বাংলাদেশি ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৩ টাকা ৫০ পয়সার বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

এসময় এভিয়েশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে আটক মিসবাহ উদ্দিন জানিয়েছেন, মুদ্রা পাচার করা তার ব্যবসা। ব্যবসার উদ্দেশ্যেই মুদ্রাগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে সিলেটের কোনো স্থান থেকে মুদ্রাগুলো নেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।