ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যু দক্ষভাবে সামলাচ্ছে বাংলাদেশ: কানাডা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৮
রোহিঙ্গা ইস্যু দক্ষভাবে সামলাচ্ছে বাংলাদেশ: কানাডা সচিবালয়ে বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: শত সীমাবদ্ধতা থাকার পরও রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছে বলে মনে করে কানাডা।

বুধবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত বেনোইট প্রিফনটেইন এ কথা জানান।

বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, কানাডা এ দেশের রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

আমি তাদের আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। প্রয়োজনে তাদের একটি বিশেষ জোন দেওয়া হবে। এছাড়াও আমরা সেদেশে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা চেয়েছি।

রাষ্ট্রদূত বেনোইট তার বক্তব্যে বলেন, আমাদের দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক যা আছে তা আরও বাড়াতে চাই আমরা। কেননা এদেশের বিপুল জনসংখ্যা, যা জনশক্তি হতে পারে এবং এদেশের বিস্ময়কর প্রবৃদ্ধি আমাদের আকৃষ্ট করেছে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যু দারুণ দক্ষভাবে সামাল দিচ্ছে বাংলাদেশ উল্লেখ করে বেনোইট বলেন, রোহিঙ্গা ইস্যুতে কানাডা বাংলাদেশের পাশে আছে। এ সংকট সমাধানে কূটনৈতিকসহ সবরকম প্রচেষ্টা কানাডা করবে।

বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে কানাডার একটি আদালত আবারও ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কানাডার স্বাধীন বিচারব্যবস্থা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৮
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।