ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বগুড়ায় মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন মিয়া ওরফে হাজি শাহীন (৪২) নামে এক  মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৪শ পিস ইয়াবা, ১০ ইঞ্চি লম্বা বার্মিজ ছুরি ও আটটি গুলির খোসা পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ মে) দিবাগত গভীর রাতে শহরের ছিলিমপুর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় উদ্ধার করে শাহীনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে শাহীনের অবস্থা আশঙ্কামুক্ত। শাহীন বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আজিজার রহমানের ছেলে।  

এ ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমাস ও কনস্টেবল হানিয়া মিয়া আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (২৩ মে) সকাল ১১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে খবর আসে শহরের ছিলিমপুর নতুন রাস্তা এলাকায় একদল মাদক বিক্রেতা মাদকদ্রব্য ভাগাভাগি করছেন। খবর পেয়েই সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক বিক্রেতা শাহীন গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। শাহীনের নামে বগুড়া সদর থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় আরেকটি মামলা হবে।

তবে হাঁটুতে গুলিবিদ্ধ শাহীন শঙ্কামুক্ত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।