ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে গাড়ি চাপায় প্রাণ গেল গন্ধগোকুলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বাগেরহাটে গাড়ি চাপায় প্রাণ গেল গন্ধগোকুলের

বাগেরহাট: বাগেরহাটে গাড়ি চাপায় একটি গন্ধগোকুলের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মে) ভোরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ফথেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, ভোরে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই গন্ধগোকুলটি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে মাটি চাপা দিয়েছে বন বিভাগের লোকজন।

 

তিনি আরও বলেন, গন্ধগোকুলটি কোনো বিরল প্রজাতির নয়। লোকালয়ে প্রায়ই এটিকে দেখা যায়। স্থানীয়ভাবে প্রাণিটিকে খাটাশ বলা হয়। এর ইংরেজী নাম-সিভিট। এটি ক্যাটস্ আই প্রজাতির হওয়ায় চোখের ওপর আলো পড়লে দেখতে পায় না।

বাংলাদেশসময়: ১২০৫ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।