ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মে ২৩, ২০১৮
বগুড়ায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক-লেগুনা/ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মালবোঝাই ট্রাক ও যাত্রীব‍াহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ২ জন ও বেলা পৌনে ১১টার দিকে আরও ২ জন মারা যান।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে  দুর্ঘটনায় খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, নন্দীগ্রামমুখি একটি যাত্রীবাহী লেগুনা বিরগ্রাম কৃষি কলেজের সামনে পৌঁছালে বিপরীমুখে অপর একটি মালবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন। বাকিরা আহত হন। আতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে আরও ২ জন মারা গেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।