ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তেজগাঁও রেলস্টেশনে গাঁজা কেনাবেচা, ১১ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
তেজগাঁও রেলস্টেশনে গাঁজা কেনাবেচা, ১১ জনের দণ্ড

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের অপরাধে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মে) সকালে অভিযানের বিষয়টি জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, রাজধানীর অন্যমত মাদক স্পটগুলোর একটি তেজগাঁও রেলস্টেশন এলাকা।

এ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ জনকে এক বছর করে এবং বাকি একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।