bangla news

বৈশাখী, মোঘল দরবার ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-২১ ১১:১৭:২৯ এএম
এসব দোকান থেকে পচা-বাসি খাবার জব্দ করা হয়

এসব দোকান থেকে পচা-বাসি খাবার জব্দ করা হয়

ঢাকা: বাইরের চাকচিক্য ও ভেতরের সাজানো গোছানো পরিবেশ দেখে মনে হবে অভিজাত কোন রেস্টুরেন্ট। রাজধানীর তোপখানা রোডের এমন তিনটি রেস্টুরেন্টে বাসি, পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের প্রমাণ পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসব অপরাধে বৈশাখী, মোঘল দরবার ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে মোট সাড়ে চারলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২১ মে) সন্ধ্যায় র‌্যাব-৩ এর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, মোঘল দরবারকে ১ লাখ এবং ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় রেস্টুরেন্টগুলো থেকে পচা মাংস, চারদিন আগের তৈরি গ্রিলসহ অন্যান্য বাসি খাবার জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
পিএম/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-05-21 11:17:29