ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহরাস্তিতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
শাহরাস্তিতে ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অভিযান চালিয়ে ব্যবসায়িক কাগজপত্র ও মূল্য তালিকা না থাকায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৯ মে) বিকেলে উপজেলার কালিবাড়ী ও ওয়ারুক বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান বাংলানিউজকে বলেন, উপজেলার কালিবাজারে চারটি মুদি দোকান ও তিনটি ফলের দোকান এবং পরে ওয়ারুক বাজারের দু’টি ফলের দোকান ও দু’টি মুদি দোকানে অভিযান চালানো হয়।

এ সময় মূল্য তালিকা ও ব্যবসায়িক লাইসেন্স না থাকায় ১১ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।