ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীতে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীতে অভিযান কাঁচাবাজারে অভিযানকালে রাজশাহী জেলা প্রশাসন কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য রাজশাহী মহানগরীর সাহেব বাজারসহ চারটি কাঁচাবাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচাবাজারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।  

বাজার গুলো হলো- রাজশাহী মহানগরীর সাহেব বাজার, নিউ মার্কেট, হড়গ্রাম বাজার ও বিনোদপুর বাজার।

অভিযানকালে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শোনেন জেলা প্রশাসন কর্মকর্তারা। এছাড়া অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা।  

এদিকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয় সরবারহ কম থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে যাবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালাহ উদ্দীন, জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, শরীফ আসিফ রহমান, শারমিন আক্তার, তাসলিমা জাহান, রাজশাহী বেনতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালাহ উদ্দীন বাংলানিউজকে বলেন, তারা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছেন। এছাড়া যেসব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের দামের তালিকা টাঙানো নাই। তাদের ২৪ ঘণ্টার মধ্যে দামের তালিকা টাঙাতে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ফিরতি অভিযানকালে তাদের জরিমানা করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

রমজান শুরুর পর প্রথম দিন শনিবার রাজশাহী মহানগরীর চারটি বাজারে জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। রমজান মাস জুড়ে পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর সবগুলো বাজারে অভিযান চলবে। কোথাও অনিয়ম হলেই জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক স্বয়ং বিষয়টি মনিটরিং করছেন বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালাহ উদ্দীন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।