ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্কে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

ঢাকা: রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক আইনের পুরোপুরি প্রয়োগের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন করে নিরাপত্তা পরিষদের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অনুপস্থিতির কারণে জাতিসংঘের কোনও সদস্য রাষ্ট্র যেন কৃত অপরাধের দায় থেকে মুক্তি পেয়ে না যায়, সেদিকে নজর দেওয়ার জন্য সংস্থাটির প্রতি অনুরোধও করা হয়েছে।

শুক্রবার (১৮ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংরক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখা’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে এই অনুরোধ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। শনিবার (১৯ মে) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনও রাষ্ট্রের সঙ্গে যে কোনও বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েছি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান এর প্রকৃষ্ট উদাহরণ।  

রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে তিনি আরও বলেন, এটি সর্বজন স্বীকৃত যে রোহিঙ্গাদের ওপর সৃষ্ট সহিংস অপরাধের বিচার ও দায়ভায় নির্ধারণের প্রশ্ন, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যেটাকে ‘জাতিগত নির্মূলের টেক্সটবুক উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন, তা রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বপ্রণোদিত প্রত্যাবাসনের পরিবেশ তৈরির সঙ্গে একই সূত্রে গাঁথা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল সাম্প্রতিক বাংলাদেশ ও মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের যে ভয়াবহ মানবিক বিপযর্য় নিজেদের চোখে দেখে এসেছেন তার উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি এই সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক আইনের পুরোপুরি প্রয়োগের আহ্বান জানান। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত এই অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিরূপণের জন্য যে জোরালো আবেদন জানিয়েছে, তা নিরাপত্তা পরিষদ বিবেচনা করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রদূত মাসুদ।  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মে মাসের সভাপতি পোলান্ড’র সভাপতিত্বে আয়োজিত এই সভায় নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশসহ ৭৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক আইনকে জাতিসংঘের ‘হৃদয়’ বলে অভিহিত করেন। বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা রোধ, মানবাধিকার সংরক্ষণ এবং স্থায়ী শান্তি বিনির্মাণে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগের কোনও বিকল্প নেই বলেও অভিমত প্রকাশ করেন বক্তারা।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ১৯ মে, ২০১৮
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।