ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে

রাঙামাটি: কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে মৎস্যজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইসুল আলম মণ্ডল।

শনিবার (১৯ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার অধীনে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মোহাম্মদ আসাদুজ্জামান।

পরে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন সচিবসহ অতিথিরা। এ বছর কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ১৫ দিনব্যাপী ২২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলে বিএফডিসি সূত্রে জানানো হয়।

এদিকে কাপ্তাই হ্রদে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা বিএফডিসি এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।