[x]
[x]
ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৮ ৩:৪১:২১ এএম
র‌্যাবের জালে মাদকসহ আটক যুবক। ছবি: বাংলানিউজ

র‌্যাবের জালে মাদকসহ আটক যুবক। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শুক্রবার (১৮ মে) র‌্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফুল রহমান সোহেলকে (৩৩) আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এদিকে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ ফেরিঘাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নয়ন হাওলাদারকে (২৫) আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ১৮, ২০১৮
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa