[x]
[x]
ঢাকা, সোমবার, ৭ কার্তিক ১৪২৫, ২২ অক্টোবর ২০১৮
bangla news

কুষ্টিয়ায় তরুণ-তরুণীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৫-১৭ ১০:৫৭:৩৯ এএম
প্রতীকী

প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক স্থানে হাবিবুর রহমান (২৫) ও জোনাকী খাতুন (১৯) নামে দুই তরুণ-তরুণীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ও দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১৬ মে) রাতের কোনো এক সময় কুষ্টিয়ার সদর উপজেলার হাতিয়া আব্দুলপুর এলাকার জনি মণ্ডলের স্ত্রী জোনাকী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

অপরদিকে, বুধবার (১৬ মে) রাতে পারিবারিক কলহের জের ধরে দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের এনামুল হকের ছেলে হাবিবুর বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache